Friday, January 23, 2015

শায়খ কামাল উদ্দিন জাফরী'র এই ফতোয়া কারা কারা সত্যায়ন করেন ?

#‎IslamBD‬ ... Fatwa of a Bangladeshi Mufti 

ফতোয়াঃ কেউ পাঁচ ওয়াক্ত নামায পড়ে না , তবে জুমু'আর নামায পড়ে , এই লোক মারা গেলে তার জানাযা পড়া হবে কি না  ------- এব্যাপারে ''শায়খ কামাল উদ্দিন জাফরী'' - তার ফতোয়া  হল,  পাঁচ ওয়াক্ত নামাজ তরক কারীর জানাজা মুসলমানরা পড়বে না । ====>> LINK 

অথচ   শুধু কালিমা'র উপর ঈমান থাকার কারণে মানুষ নাজাত লাভ করবে । দলীল ----------
 হযরত হুযাইফা রাঃ হতে বর্ণিত তিনি বলেন, আল্লাহর রাসুল সাঃ ইরশাদ করেন, কাপড়ের কারুকার্য যেমন মুছে ও অস্পষ্ট হয়ে যায় তদ্রূপ ইসলামও এক সময় অস্পষ্ট হয়ে যাবে । এমনকি লোকেরা এটাও অবগত থাকবে না যে, রোজা কি জিনিস এবং হজ্জ কি জিনিস । একটি রাত আসবে যখন অন্তর সমূহ হতে কুরআন তুলে নেওয়া হবে, এবং জমীনের উপর তার একটি আয়াতও বাকী থাকবে না । বিক্ষিপ্ত ভাবে কিছু বৃদ্ধ পুরুষ ও বৃদ্ধ মহিলা বাকী থাকবে, যারা বলবে যে, আমরা আমাদের মুরুব্বীদের নিকট হতে এই কালিমা “লা ইলাহা ইল্লাল্লাহ“ শুনেছিলাম, এজন্য আমরা এ কালিমা পড়ে থাকি । হযরত হুজাইফা রাঃ –এর ছাত্র সিলাহ ইবনে যুফার জানতে চাইলেন, যখন তারা রোজা, সদকা, হজ্জ, সম্বন্ধে জানবে না, তখন শুধু এই কালিমা তাদের কি ফায়দা দিবে ? হযরত হুজাইফা রাঃ কোন জবাব দিলেন না । তিনি তিন বার একই প্রশ্ন করলেন । প্রতিবারেই হযরত হুযাইফা রাঃ জওয়াব দেওয়া হতে বিরত রইলেন । তৃতীয়বার (পীড়াপীড়ি) করার পর তিনি বললেন, “হে সিলাহ! এই কালিমা-ই তাদেরকে দোযখ হতে নাজাত প্রদান করবে ।
----------------------------------- আল-হাদীস (মুস্তাদরাক-এ-হাকিম)

No comments:

Post a Comment