Thursday, June 4, 2020

নজদী ফিতনা --- ১

নজদী ফিতনা --- ১



01.  মুহাম্মদ বিন আব্দুল ওহাব নজদী ১৭০৩ সাল মোতাবেক ১১১৪ হিজরিতে সৌদি আরবের নজদ(রিয়াদ) নগরীতে জম্নগ্রহন করে।তার পিতা আব্দুল ওহাব উয়াইনা শহরের কাজী ছিলেন।
02. শরহে বেকায়া নামক গ্রন্থের ২য় জিলদের ২৭২পৃঃ ৯ নং হাশিয়ায় উল্লেখ রয়েছেঃ-
ﻭﻫﺎﺑﻲ ﺍﻱ ﻣﻨﺴﻮﺏ ﺍﻟﻲ ﻣﺤﻤﺪ ﺑﻦ ﻋﺒﺪﺍﻟﻮﻫﺎﺏ ﺍﻟﻨﺠﺪﻱ .
অর্থাৎ,ওহাবী বলতে মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদীর ভ্রান্ত আকিদার সাথে সম্পর্কিত লোকদেরকে ওহাবী বলে।
03. নূরুলআনওয়ার নামক গ্রন্থের ২৪৭ পৃঃ ১৩ নং হাশিয়ায় উল্লেখ রয়েছে-
ﻛﺎﻟﻮﻫﺎﺑﻲ ﺍﻟﻤﻨﻜﺮ ﻟﻠﺸﻔﺎﻋﺔ .
অর্থাৎ,ওহাবী একটি বাতেল দল, যারা শাফায়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অস্বীকার করে থাকে।
04. ﺣﺪﺛﻨﺎ ﻋَﻠِﻲُّ ﺑْﻦُ ﻋَﺒْﺪِ ﺍﻟﻠَّﻪِ، ﺣَﺪَّﺛَﻨَﺎ ﺃَﺯْﻫَﺮُ ﺑْﻦُ ﺳَﻌْﺪٍ، ﻋَﻦِ ﺍﺑْﻦِ ﻋَﻮْﻥٍ، ﻋَﻦْ ﻧَﺎﻓِﻊٍ، ﻋَﻦِ ﺍﺑْﻦِ ﻋُﻤَﺮَ، ﻗَﺎﻝَ ﺫَﻛَﺮَ ﺍﻟﻨَّﺒِﻲُّ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ " ﺍﻟﻠَّﻬُﻢَّ ﺑَﺎﺭِﻙْ ﻟَﻨَﺎ ﻓِﻲ ﺷَﺄْﻣِﻨَﺎ، ﺍﻟﻠَّﻬُﻢَّ ﺑَﺎﺭِﻙْ ﻟَﻨَﺎ ﻓِﻲ ﻳَﻤَﻨِﻨَﺎ . ﻗَﺎﻟُﻮﺍ ﻭَﻓِﻲ ﻧَﺠْﺪِﻧَﺎ . ﻗَﺎﻝَ " ﺍﻟﻠَّﻬُﻢَّ ﺑَﺎﺭِﻙْ ﻟَﻨَﺎ ﻓِﻲ ﺷَﺄْﻣِﻨَﺎ، ﺍﻟﻠَّﻬُﻢَّ ﺑَﺎﺭِﻙْ ﻟَﻨَﺎ ﻓِﻲ ﻳَﻤَﻨِﻨَﺎ . ﻗَﺎﻟُﻮﺍ ﻳَﺎ ﺭَﺳُﻮﻝَ ﺍﻟﻠَّﻪِ ﻭَﻓِﻲ ﻧَﺠْﺪِﻧَﺎ ﻓَﺄَﻇُﻨُّﻪُ ﻗَﺎﻝَ ﻓِﻲ ﺍﻟﺜَّﺎﻟِﺜَﺔَ " ﻫُﻨَﺎﻙَ ﺍﻟﺰَّﻻَﺯِﻝُ ﻭَﺍﻟْﻔِﺘَﻦُ، ﻭَﺑِﻬَﺎ ﻳَﻄْﻠُﻊُ ﻗَﺮْﻥُ ﺍﻟﺸَّﻴْﻄَﺎﻥ .
Narrated Ibn Umar:The Prophet (Peace be upon him ) said, O Allah! Bestow Your blessings on our Sham! O Allah! Bestow Your blessings on our Yemen.The People said, And also on our Najd.He said, O Allah! Bestow Your blessings on our Sham (north)! O Allah! Bestow Your blessings on our Yemen.The people said, O Allah's Apostle! And also on our Najd. I think the third time the Prophet(Peace be upon him ) said,There (in Najd) is the place of Earthquakes and afflictions and from there comes out the side of the head of Satan. Sahih Bukhari (Afflictions and the End of the World) (Reference:Sahih al-Bukhari 7094 In-book reference : Book 92, Hadith 45).

05. ﻻ ﺗﺠﺘﻤﻊ ﺍﻣﺘﻰ ﻋﻠﻰ ﺍﻟﻀﻼﻟﺔ 

Link 2 ===>> 

هناك الزلازل والفتن وبها يطلع قرن الشيطن

Link 3 ===>> 

1. পৃথিবীর মধ্যে যতো ফেতনা রয়েছে এর মধ্যে ওয়াহাবী নজদী মতবাদ সর্বাধিক বিপদজনক। এ মতবাদের প্রতিষ্ঠাতা মুহাম্মদ বিন আব্দুল ওহাব নজদী ৷... 

2. লন্ডন থেকে ব্রিটিশ গুপ্তচর হামফ্রে কে আরো ৯ জন গুপ্তচরসহ মিশর, ইরাক, হিজাজ এবং তুরস্কে পাঠানো হয় যাতে করে অতিসত্বর মুসলমানদের মধ্যে চরম ফিতনা-ফাসাদের সূত্রপাত করা যায়। হামফ্রে স্বীকার করে বলেছে যে, “ঐ সময়ই ইবনে ওহাব নজদীর বিভ্রান্তিকর স্বভাব চরিত্র দেখে তাকেই আমাদের (ইহুদী-নাছারাদের) ইচ্ছা পূরণের জন্য উপযুক্ত ব্যক্তি বলে মনোনীত করি। এক পর্যায়ে তাকে গোপনে মদ্যপানে অভ্যস্ত করি এবং মুতা বিবাহেও আবদ্ধ করি।
3. সাইফুল জব্বার, সাইফুল মাযহাবসহ আরো অসংখ্য কিতাবে ইবনে ওহাব নজদী সম্পর্কে উল্লেখ আছে, “ইবনে আব্দুল ওহাব অত্যন্ত উদাসীন এবং গোঁড়ামী চরিত্রের অধিকারী ছিলো। তাই সে তার হক্কানী পিতা ও ভ্রাতার মতের বিপরীত চলতো এবং প্রায়ই তাদের বিরুদ্ধাচরণ করতো এবং মনগড়া নতুনমত প্রচার করে ফিতনার সৃষ্টি করতো। তার ভ্রান্ত আক্বীদাগুলোর সাথে সেই যামানার হক্কানী-রব্বানী আলিমগণ কোনভাবেই একমত হতে পারেননি। যার ফলে বহু মুত্তাক্বী আলিমদের উপর স্টীম রোলারের ন্যায় অত্যাচার নির্যাতন চালিয়ে তাদের অনেককেই সে শহীদ করে ফেলে। (নাঊযুবিল্লাহ)




Link 7 ===>> YT: Najdi Fitna- نئی بدعت- راستہ زنا "نجدی نکاح" مِسیارکیا ہے




Link 9 ===>> Audio ... Najdi Ka Wahabi Fitna


Link 10 ===>> Slide Share   Al fitna tul kubra--Tablighi jamat,wahabi deobandi najdi shaitans


Link 11 ===>> Hadith of Najd



Link 13 ===>> YT: Where is Najd ? #HUDATV


Link 14 ===>> Google Book: History of Saudi Arabia & Wahabism
By Anwar Haroon


Link 16  ===>> First Bidat (Gustakhi-e-Rasool) by Khawarji Najdi & Its Continuity

Link 17 ===>> সৌদি রাষ্ট্র ও কথিত ওয়াহাবী মতবাদের ইতিহাসের শুরু-শেষ

আবুল হুসাইন আলেগাজী

Link 18 ===>>   তাবলীগ, সালাফি, ওয়াহাবী নজদি : কিছু বিক্ষিপ্ত ভাবনা
Link 19 ===>> PDF


Link 10 ===>> Hadith On The Present Fitna


from THE DOCTRINE OF AHL AL-SUNNA

VERSUS THE "SALAFI" MOVEMENT



Link 10 ===>> ওহাবি কারা? কাদেরকে ওহাবি বলা হয়? তাদের তরিকা কী?


Link 10 ===>> Statement from Foreign Fighters in Syria: "About the Baghdadi Group"

Link 10 ===>> THE HADITH OF NAJD

Link 10 ===>>
Link 10 ===>>
Link 10 ===>>





No comments:

Post a Comment